মা’হাদুল বুহুসিল ইসলামিয়ার বিভাগসমূহ

মা’হাদ সুদূরপ্রসারী চতুর্মুখী শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নের সুমহান লক্ষ্য নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে। মা’হাদ ইসলামী ফতওয়া ও উচ্চতর গবেষণা বিভাগের মাধ্যমে তার কার্যক্রমের সূচনা করলেও ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অন্যান্য বিভাগ চালু করার মাধ্যমে তা সমৃদ্ধি লাভ করতে সক্ষম হয়েছে। বর্তমান শিক্ষাবর্ষ থেকে কিতাব বিভাগের ষষ্ঠ জামাআত সানাবী আউয়াল (জামাআতে শরহেজামী) খোলা হয়েছে আলহামদুলিল্লাহ। একনজরে বিভাগসমূহ নিম্নরূপ :

  • দুই বছর মেয়াদী ফিকহ ও ফতওয়া বিভাগ (এছাড়াও এ বিভাগে ৩য় বর্ষকে ঐচ্ছিক হিসেবে রাখা হয়েছে)
  • সানাবী আউয়াল (জামাআতে শরহেজামী)
  • উস্তানী সালেস (জামাআতে কাফিয়া)
  • উস্তানী সানী (জামাআতে হেদায়াতুন্নাহব)
  • উস্তানী আউয়াল (জামাআতে নাহবেমীর)
  • ইবতিদায়ী সানী (জামাআতে মীযান)
  • ইবতিদায়ী আউয়াল (জামাআতে তাইসীর)
  • তাহফীযুল কুরআন বিভাগ
  • নাযেরা (দেখে কুরআন পাঠ) বিভাগ
  • মকতব (প্রাথমিক শিশু শ্রেণী) বিভাগ
  • স্কুলগামী শিক্ষার্থীদের জন্য দীনিয়্যাত বিভাগ
  • ইংরেজি শিক্ষিত ও বয়স্কদের জন্য ‘ফরযে আইন কোর্স’
    দীনী জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের জন্যই আবশ্যক। যারা জাগতিক, পারিবারিক, চাকুরী, ব্যবসাসহ নানা ব্যস্ততার কারণে ফরয পরিমাণ দীন শিখতে পারছেন না তাদের জন্য এই কোর্সটি চালু করা হয়েছে। সকাল সন্ধ্যার দুটি শিফটে ছাত্র ভর্তি নেয়া হয়ে থাকে।

পোস্টটি লাইক ও শেয়ার করুন।