প্রশ্ন উত্তর

প্রশ্ন ‍উত্তর

 

7 মন্তব্য আছে “প্রশ্ন উত্তর

    1. ওযুর ভিতরে চারটি ফরজ বা আবশ্যকীয় করণীয় রয়েছে। এগুলোর কোনো একটি ছুটে গেলে ওযু হবে না।
      ওযুর চারটি ফরজ হলো,
      ১। সমস্ত মুখ ভালভাবে ধৌত করা।
      ২। দুই হাতের কনুইসহ ভালভাবে ধৌত করা।
      ৩। মাথা চার ভাগের এক ভাগ মাসেহ্ করা।
      ৪। দুই পায়ের টাকনুসহ ধৌত করা।

  1. মুহতারাম! প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
    আপনার প্রশ্নের উত্তর হলো,
    দুই সেজদার মাঝে নিম্নোক্ত দুআটি পাঠ করা সুন্নাত :
    اَللّٰهُمَّ اغْفِرْ لِىْ وَارْحَمْنِىْ وَاجْبُرْنِىْ وَاهْدِنِىْ وَارْزُقْنِىْ.
    অর্থ : হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার উপর অনুগ্রহ করুন, আমার অবস্থার সংশোধন করুন, আমাকে সৎপথ প্রদর্শন করুন, আমাকে সুস্থতা দান করুন এবং আমাকে আহার্য দান করুন।
    হাদীস : আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝে উপরোক্ত দু‘আটি পাঠ করতেন। (সুনানে তিরমিযী; হাদীস ২৮৪)।

  2. আসসালামুআলাইকুম, হযরত মেহেরবানী করে আমার প্রশ্নের উত্তর দিয়ে বাধিত করতে আপনার মর্জি হয়। প্রশ্ন: পাশের প্লটে থাকা সুপারী গাছ থেকে সুপারী আমাদের বাসার বারান্দায় এসে পড়ে মাঝে মাঝে। এই টা নেওয়া যাবে?

    1. গাছের সুপারি গাছের মালিকের মালিকানাধীন সম্পদ। সুতরাং সে সম্পদ নিতে হলে গাছের মালিকের অনুমতি প্রয়োজন। যদিও সে সুপারি আপনাদের বাসার বারান্দায় এসে পড়ে। তবে যদি মালিক পক্ষের মৌন অনুমতি থাকে তাহলে সে ক্ষেত্রে আপনাদের বারান্দায় এসে পড়া সুপারি আপনারা গ্রহণ করতে পারবেন।

  3. আসসালামুআলাইকুম,
    প্রশ্ন: ফরেক্স ট্রেডিং কম্পর্কে কিছু জানতে চাই। এটা হালাল না হারাম, এটা আসলে কি?

একটি মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *