হযরতুল আল্লাম মুফতী মনসূরুল হক দা.বা.
‘আজকের এই দিনে আমি তোমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম।’ এখানে দ্বীন মানে ধর্ম। আমরা পড়ি مَالِكِ يَوْمِ الدِّينِ । এখানে يَوْمِ الدِّينِ মানে ‘প্রতিফলের দিন’। যেদিন প্রতিফল দেয়া হবে। শব্দ একই। অর্থ ভিন্ন। দ্বীনের আলোচনা মানে আসলে ধর্মের আলোচনা। দ্বীনের আলোচনা মানে প্রতিফল দিবসের আলোচনা।