কিতশাওয়াহ মসজিদ, আলজিয়ার্স, আলজেরিয়া
সাহারা মরুভূমির দেশ আলজেরিয়া। আফ্রিকা মহাদেশের উত্তর-পশ্চিম অংশে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এটি। ৪৬৪ খ্রিস্টাব্দে উসমান রা. এর যুগ থেকেই আলজেরিয়াসহ আফ্রিকা অঞ্চলে ইসলামের বিজয়ধারা শুরু হয়।
৬৬৫ খ্রিস্টাব্দের দিকে মুআবিয়া রা. এর শাসন আমলে উকবা বিন নাফি রহ. এর নেতৃত্বে বিজয়ের এ ধারা আরো বেগবান হয়। এবং মুসা ইবনে নুসাইর রহ. এর নেতৃত্বে বিজয় ধারা সুসম্পন্ন হয়।
কিতশাওয়াহ মসজিদটি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবস্থিত। মসজিদটি জামে কিতশাওয়াহ নামেও পরিচিত। উসমানী খেলাফত কালে ১৬১২ খ্রিস্টাব্দে হাসান পাশা মসজিদটি নির্মাণ করেন। ১৭৯৪ খ্রিস্টাব্দ পর্যন্ত এর সম্প্রসারণ ধারা চলতে থাকে।
১৮৩০ খ্রিস্টাব্দে ফ্রান্স আলজেরিয়াকে দখল করে নেয়। ধ্বংস ও নিষিদ্ধ করে অসংখ্য মসজিদ ও ইসলামী স্থাপনা। এরই ধারাবাহিকতায় তারা জামে কিতশাওয়াহ’র উপর লুণ্ঠন ও ধ্বংসযজ্ঞ চালায়। মসজিদে রক্ষিত পবিত্র কুরআনের সকল কপি বের করে জ্বালিয়ে দেয়।
মসজিদটিকে গীর্জায় রূপান্তরিত করতে চাইলে এর প্রতিবাদে হাজার হাজার মুসলমান জড়ো হয়। প্রতিবাদ করতে আসা চার হাজার মুসলমানকে নিষ্ঠুরভাবে হত্যা করে মসজিদটিকে অশ্বশালায় রূপান্তরিত করা হয়। ১৮.১২.১৮৩২ তারিখে মসজিদটিকে গীর্জায় রূপান্তরিত করে দখলদাররা নানা রকম উল্লাসে মেতে উঠে।
১৯৬২ খ্রিস্টাব্দে আলজেরিয়া ফ্রান্সের দখলদারিত্ব থেকে মুক্ত হলে সে বছর নভেম্বরের ২ তারিখে কিতশাওয়াহ মসজিদকে আবার আগের রূপে ফিরিয়ে আনা হয়।