মুহাম্মাদ ইরফান জিয়া
এক মহিলা খুব অশান্তিতে ছিলো। স্বামীর সাথে কিছুতেই বনিবনা হচ্ছিলো না। অনেক ভেবে সে মহিলা একজন হক্কানী পীরের কাছে তাবীয চেয়ে পাঠালো।
পীর সাহেব কিছু খোঁজ খবর নিয়ে সে মহিলার জন্যে পানিপড়া পাঠালেন। নিয়ম বলে দিলেন, যখন স্বামী রাগ করবে তখন স্ত্রীকে সে পানিপড়া মুখে নিয়ে রাখতে হবে। গেলা যাবে না।
কিছুদিন এ নিয়ম পালনের পর সংবাদ এলো- সে সংসারে অভূতপূর্ব শান্তি বিরাজ করছে।
পীর সাহেবের কাছের এক মুরীদ বিনয়ের সাথে বললো, ‘হুজুর, আপনার পানিপড়া তো খুব সুন্দর কাজ করেছে। কিন্তু সে পানি ব্যবহারের নিয়মটি খুবই আজীব মনে হয়েছে। পানিপড়া মুখে রাখার নিয়মটি আগে কখনো শুনিনি’।
হুজুর বললেন, ‘ শোনো, সে সংসারে ঝগড়ার মূল কারণ ছিলো- স্ত্রী বেশি কথা বলতো। স্ত্রীর বিভিন্ন রকম কথা শুনে স্বামী আরো বেশি রেগে যেতো। পানি পড়া মুখে রাখার কারণে স্ত্রীর কথা বলা বন্ধ হয়েছে। সাথে সাথে সংসারে শান্তি ফিরে এসেছে।
গল্পের তোহফা:
হক্কানী পীর হিসেবে মুরীদদের সমস্যার সমাধান দিতে হলে ইলমের সাথে সাথে হিকমতও থাকতে হয়। মানুষের স্বভাব-চরিত্র সম্পর্কে জানতে হয় গভীরভাবে।