ই’তিকাফের প্রকারভেদ ও শর্ত

প্রশ্ন : ই’তিকাফ কি ও কত প্রকার এবং এর জন্য কি কি শর্ত প্রযোজ্য? জানিয়ে বাধিত করবেন।

উত্তর : ই’তিকাফ অর্থ স্থির থাকা, অবস্থান করা। পরিভাষায় জাগতিক যাবতীয় কার্যকলাপ ও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পূণ্য লাভের উদ্দেশে মসজিদ বা ঘরের নির্দিষ্ট জায়গায় অবস্থান করাকে ই’তিকাফ বলা হয়।

ই’তিকাফ তিন প্রকার। যথা,

১. ওয়াজিব। যেমন, মান্নতের ই’তিকাফ। এ ই’তিকাফের জন্য রোজা শর্ত।

২. সুন্নতে মুয়াক্কাদা কেফায়া। যেমন, রমাযানের শেষ দশকে ই’তিকাফ করা। অর্থাৎ বড়ো গ্রাম বা শহরের প্রত্যেকটা মহল্লা এবং ছোটো গ্রামের পূর্ণ বসতিতে এক দুজন ই’তিকাফ করলে সকলেই দায়মুক্ত হয়ে যাবে। আর কেউ ই’তিকাফ না করলে সুন্নত পরিত্যাগের জন্য সবাই দায়ী হবে। বিশ তারিখ সূর্যাস্তের পূর্ব থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত এ ই’তিকাফের সময়।

৩. মুস্তাহাব। যেমন, ওয়াজিব, সুন্নত ই’তিকাফ ব্যতীত যে কোনো সময় ই’তিকাফ করা। এর জন্য কোনো সময় নির্ধারিত নেই। সামান্য সময়ের জন্যও এ ই’তিকাফ হতে পারে। এ ই’তিকাফের কোনো কাযা নেই।

– সহীহ বুখারী, হাদীস ৪৯৯৮, সুনানে আবু দাউদ হাদীস ২৪৭৩, আদদুররুল মুখতার ৩/৪২৯-৪৩৪, বাদাইয়ুস সানায়ি’ ২/২৭৫, হাশিয়াতুত তহতবী আলা মারাকিল ফালাহ ৬৯৯, ৭০০, ৭০১।

পোস্টটি লাইক ও শেয়ার করুন।

একটি মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *