সফরের দূরত্ব

প্রশ্ন : জনৈক ব্যক্তি তিন দিনের জন্য ৪৮ মাইল তথা ৭৮ কি.মি. দূরবর্তী কোনো এলাকায় সফরে গেল। সেখানে গিয়ে সে স্থানীয় লোকদেরকে নিয়ে যোহরের নামায চার রাকা‘আত পড়ল। এখন তাদের সকলের নামাযের হুকুম কি?

উত্তর : মুসাফিরের উপর চার রাকা‘আত বিশিষ্ট নামায দুই রাকা‘আত পড়া ওয়াজিব। অতএব উল্লিখিত মুসাফির ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে চার রাকা‘আত পড়ে থাকে তাহলে সে গুনাহগার হবে এবং তার জন্য আবার নতুন করে নামায পড়া ওয়াজিব। আর যদি ভুলবশত এরূপ করে থাকে এবং দ্বিতীয় রাকা‘আতে তাশাহ্হুদ পরিমাণ বৈঠক করে তাহলে তার এবং মুসাফির মুক্তাদীদের নামায আদায় হয়ে যাবে, তবে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। আর যদি ভুল অথবা ইচ্ছায় দ্বিতীয় রাকা‘আতে বৈঠক না করে থাকে তাহলে নামাযের ফরযিয়াত বাতিল হয়ে যাবে। মুসাফির ইমাম ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক যদি চার রাকা‘আত পূর্ণ করে ফেলে তাহলে মুকীম মুক্তাদীদের নামায হবে না। তবে যদি তারা শেষ দুই রাকা‘আতে ইমামের ইকতিদার নিয়ত না করে তাহলে তাদের নামাযও হয়ে যাবে।

-সহীহ বুখারী; হাদীস ১০৯০, আদদুররুল মুখতার ২/১২৮, রদ্দুল মুহতার ২/১৩০, ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯, আহসানুল ফাতাওয়া ৩/২৬৪।

পোস্টটি লাইক ও শেয়ার করুন।

একটি মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *