প্রশ্ন : হজের বিধান কি এবং কোন শ্রেণীর মানুষের উপর হজ ফরয? জানতে চাই।
উত্তর : (১) সামর্থবান ব্যক্তিদের উপর জীবনে একবার হজ পালন করা ফরয।আল্লাহ তা‘লা এরশাদ করেন, যেসব মানুষ মক্কায়গমনের সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহ তা‘লার জন্য এ ঘরের হজপালন করা ফরয। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো পাঁচটি-
১. এ কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ তা‘লা ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা‘লার রাসূল।
২. নামায প্রতিষ্ঠা করা।
৩. যাকাতপ্রদান করা।
৪. আল্লাহর ঘরের হজ পালন করা।
৫. রমাযানের রোজা রাখা।
২. নামায প্রতিষ্ঠা করা।
(২) যে ব্যক্তির নিকট মক্কা শরীফ থেকে হজ পালন করে ফিরে আসার আগ পর্যন্ত পরিবারের আবশ্যকীয় ব্যয় ব্যতিরেকে মক্কা শরীফ যাতায়াতের মোটামুটি খরচ পরিমাণ অর্থ রয়েছে তার উপর হজ পালন করা ফরয। হজ ফরয হওয়ার ক্ষেত্রে ব্যবসায়িক পণ্য এবং প্রয়োজনের অতিরিক্ত জমির মূল্য ও বিবেচিত হবে।
(৩) মেয়েলোকের জন্য নিজ স্বামী বা নিজের কোনো বিশ্বস্ত ধার্মিক মাহরাম ব্যতীত হজ পালন করা অনুমোদিত নয়।অন্ধ এবং নাবালক শিশুর উপর হজ পালন করা ফরয নয়।
-সূরা আলে ইমরান ৯৭, সহীহ বুখারী, হাদীস ৮, আদদুররুল মুখতার ৩/৪৫০, ৪৬৪, বাদাইউস সানায়ি’ ২/৩৬৪