তারাবীহ নামায এক সালামে চার রাকা‘আত

প্রশ্ন : যদি কোনো ব্যক্তি তারাবীহ নামাযে দ্বিতীয় রাকা‘আতে বৈঠক না করে এক সালামে চার রাকা‘আত পড়ে ফেলে তাহলে এই নামায সহীহ হবে কি না? সহীহ হলে চার রাকা‘আতই সহীহ হবে না কি দুই রাকা‘আত?

উত্তর : প্রশ্নোল্লিখিত ক্ষেত্রে ঐ ব্যক্তির প্রথম দুই রাকা‘আত ফাসিদ হয়ে যাবে। তবে শেষের দুই রাকা‘আত সহীহ হবে। আর খতম তারাবীহ হলে প্রথম দুই রাকা‘আতে পাঠকৃত কুরআনের আয়াতসমূহ পুনরায় তিলাওয়াত করতে হবে। সুতরাং তাকে প্রথম দুই রাকা‘আত পুনরায় আদায় করতে হবে।

-আদদুররুল মুখতার ২/৪৯৬, আলবাহরুর রায়েক ২/১১৮, ফাতাওয়া হিন্দিয়া ১/১১৮, ফাতাওয়া মাহমূদিয়া ১১/৩৬৬, ফাতাওয়া খানিয়া ১/২৪০

পোস্টটি লাইক ও শেয়ার করুন।

একটি মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *