চাওয়া পাওয়ার শেষ কান্না

আবু বকর, দ্বিতীয় বর্ষ

৩রা জুন ২০১৩ খ্রি.

দাওরায়ে হাদীস শেষ করে ফিকহ-ফতোয়া শেখার সুমহান লক্ষ্যে মা’হাদে এসে ভর্তি হই। মা’হাদের পথচলা শুরু হলো আমাদের নিয়ে। আমাদের কখন কি প্রয়োজন সে বিষয়ে মা’হাদ কর্তৃপক্ষের ছিলেন সজাগ চৌকান্না। আমি আমার লেখা-পড়ার এ ছোট্ট জীবনে অনেক ছাত্র ও শিক্ষকদের সান্নিধ্য লাভ করেছি। কিন্তু এখানে এসে প্রিয় শিক্ষকদের এক অপূর্ব আচরণ লক্ষ্য করলাম। বিভিন্ন বিষয়ে আমাদের হাতে কলমে শিক্ষা দেয়া শুরু হলো। শিক্ষকদের মহৎ চরিত্র মাধুর্য্য ও গুণাবলীতে মনোপ্রাণ আনন্দিত হলো। মা’হাদের প্রস্পেক্টাসে বিবৃত সবগুলো সদিচ্ছা বাস্তবায়িত হতে লাগলো। আমাদেরকে সার্বিকভাবে যোগ্য করে তোলার জন্য মা’হাদ কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করেছেন। আমাদের উস্তাদগণ এমন সব গুণাবলীর অধিকারী ছিলেন যা সাধারণতঃ একজন ব্যক্তির মাঝে পাওয়া দুরূহ ব্যাপার। উস্তাদগণ যেহেতু জামি‘আ রাহমানিয়ায় সুদীর্ঘকাল যাবত এমন সব মনীষীদের সান্নিধ্য লাভ করেছেন যাদের ছায়ায় মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়। কত শত মানুষ তাদের থেকে হিদায়েতের আলো নিয়ে আলোকিত হয়েছে তার কোন ইয়ত্তা নেই। আমাদের দ্বিতীয় বছরে মা’হাদে যারা নবীন হয়ে এলেন তারাও ছিলেন রাহমানিয়ার সন্তান এবং দেশখ্যাত মনিষিদের সান্নিধ্য প্রাপ্ত। তারা প্রত্যেকেই ছিলেন একেকটি নক্ষত্র তুল্য। বিভিন্ন সময় তাদের মুখ থেকে এমন সব উপদেশ মূলক কথা বের হয়ে আসতো যা সত্যিকার একজন প্রকৃত মানুষ থেকে আশা করা যায়। একদিন প্রসঙ্গতঃ এক ছাত্র ভাই বললেন, আমরা যেসব কথা বলি ভালো হোক চাই মন্দ হোক সব কথার জন্যই আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য কথা যত কম বলা যায় ততোই ভালো। তাদের মাঝে যেসব গুণাবলী ছিল তার সিকি ভাগও আমার মাঝে নেই। তাদের একটি বৈশিষ্ট আমাকে খুব নাড়া দিত। তাহলো, তাদের আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে কষ্ট দিয়েছি কিন্তু সে কারণে তাদের থেকে বিরূপ কোন আচরণ আমি পাইনি। এ কারণে তারা আমাকে উপেক্ষাও করেনি। বরং তারা আমার সাথে এমন সদাচরণ করেছে যেন তাদের আমি কিছুই করিনি। এমন সব মহৎ গুণে গুণান্বিত উস্তাদ ও ছাত্র ভাইদের সাথে বেশ আনন্দেই ইলমী সময়গুলো পার হচ্ছিল। কিন্তু যখন বার্ষিক পরীক্ষার সময় ঘনিয়ে এলো তখন হৃদয় মাঝে এক অজানা বেদনা জেগে উঠলো। হায়! সময়গুলো কিভাবে অতীত হয়ে গেল। এক বুক বেদনা নিয়ে বিদায় জানাতে হবে এই মা’হাদকে। সবাই বিদায় নিয়ে চলে যায়। তাই আমাকেও নিতে হবে সে বিদায়। আশাহত হৃদয়ে বিদায়ের তরী বেয়ে চলে যাবো দূর বহু দূরে…।

পোস্টটি লাইক ও শেয়ার করুন।

একটি মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *