মুহাম্মাদ ইরফান জিয়া
প্রথম কিস্তি
নবীজী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
[বংশের ধারাবাহিকতায়…]
তিনি- মুহাম্মাদ ।
তাঁর মুহতারাম পিতা আব্দুল্লাহ।
আব্দুল্লাহর সম্মানিত পিতা আব্দুল মুত্তালিব।
আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম।
হাশিমের পিতা আবদে মানাফ।
আবদে মানাফের পিতা কুসাই।
কুসাই’র পিতা কিলাব।
কিলাবের পিতা মুররাহ।
মুররাহ’র পিতা কা’ব।
কা’বের পিতা লুওয়াই।
লুওয়াই’র পিতা গালেব।
গালেবের পিতা ফিহর।
ফিহরের পিতা মালিক।
মালিকের পিতা নাযর।
নাযরের পিতা কিনানাহ।
কিনানাহ’র পিতা খুযাইমাহ।
খুযাইমা’র পিতা মুদরিকাহ।
মুদরিকার পিতা ইলয়াস।
ইলয়াসের পিতা মুযার।
মুযারের পিতা নিযার।
নিযারের পিতা মা‘আদ।
মা‘আদের পিতা আদনান।
এই পর্যন্ত নবীবংশের ধারাবাহিকতার ব্যাপারে ঐতিহাসিকগণ একমত।
এরপর (নবীজীর একুশতম পূর্বপুরুষ) আদনান থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশধারাবাহিকতার ব্যাপারে ঐতিহাসিকগণের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে।
[নবীজী, মায়ের দিক থেকে]
নবীজীর মায়ের নাম আমিনা।
আমিনার পিতা ওয়াহব।
ওয়াহবের পিতা আবদে মানাফ।
আবদে মানাফের পিতা যুহরাহ।
যুহরাহ’র পিতা কিলাব।*
কিলাবের পিতা মুররাহ।
মুররাহ’র পিতা কা’ব।
কা’বের পিতা লুওয়াই…।
* কিলাব পর্যন্ত পৌঁছে প্রিয়নবীর পিতা-মাতার বংশ একত্র হয়ে গেছে। সেজন্যে কিলাবের ঊর্ধ্বতন কয়েকজনের নাম উল্লেখ করার পর অন্যদের নাম উল্লেখ করা হয়নি।