প্রশ্ন : মসজিদে প্রবেশ কালে কি কি বিষয় সুন্নত? জানিয়ে বাধিত করবেন।
উত্তর : মসজিদে প্রবেশ কালীন সুন্নতগুলো নিম্নে প্রদত্ত হলো :
১. বিসমিল্লাহ পাঠ করা।
২. দরূদ শরীফ পাঠ করা।
৩. এরপর নিম্নোক্ত দু‘আটি পাঠ করা। ‘আল্লাহুম্মাফতাহলী আবওয়াবা রহমাতিক’
৪. মসজিদে ডান পা প্রথমে প্রবেশ করানো।
৫. মসজিদে প্রবেশ করে ই‘তিকাফের নিয়্যত করা।
– সহীহ বুখারী, হাদীস ৪২৬, ২০৪২, সহীহ মুসলিম, হাদীস ৭১৩, মুসনাদে আহমদ হাদীস ২৬৪৭২, ২৬৪৭৩।