প্রশ্ন উত্তর

প্রশ্ন ‍উত্তর

 

8 মন্তব্য আছে “প্রশ্ন উত্তর

    1. উযূর ভিতরে চারটি ফরয বা আবশ্যকীয় করণীয় রয়েছে। এগুলোর কোনো একটি ছুটে গেলে উযূ সহীহ হবে না।
      উযূর চারটি ফরয হলো,
      ১। সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা।
      ২। দুই হাতের কনুইসহ ভালোভাবে ধৌত করা।
      ৩। মাথার চার ভাগের এক ভাগ মাসেহ্ করা।
      ৪। দুই পায়ের টাকনুসহ ভালোভাবে ধৌত করা।

  1. মুহতারাম! প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
    আপনার প্রশ্নের উত্তর হলো,
    দুই সেজদার মাঝে নিম্নোক্ত দুআটি পাঠ করা সুন্নাত :
    اَللّٰهُمَّ اغْفِرْ لِىْ وَارْحَمْنِىْ وَاجْبُرْنِىْ وَاهْدِنِىْ وَارْزُقْنِىْ.
    অর্থ : হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার উপর অনুগ্রহ করুন, আমার অবস্থার সংশোধন করুন, আমাকে সৎপথ প্রদর্শন করুন, আমাকে সুস্থতা দান করুন এবং আমাকে আহার্য দান করুন।
    হাদীস : আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝে উপরোক্ত দু‘আটি পাঠ করতেন। (সুনানে তিরমিযী; হাদীস ২৮৪)।

  2. আসসালামু আলাইকুম, হযরত! মেহেরবানী করে আমার প্রশ্নের উত্তর দিয়ে বাধিত করতে আপনার মর্জি হয়।
    প্রশ্ন: পাশের প্লটের সুপারি গাছ থেকে মাঝে মাঝে সুপারি আমাদের বাসার বারান্দায় এসে পড়ে। এটা নেওয়া যাবে কি?

    1. গাছের সুপারি গাছের মালিকের মালিকানাধীন সম্পদ। সুতরাং সে সম্পদ নিতে হলে গাছের মালিকের অনুমতি প্রয়োজন। যদিও সে সুপারি আপনাদের বাসার বারান্দায় এসে পড়ে। তবে যদি মালিক পক্ষের মৌন অনুমতি থাকে তাহলে সে ক্ষেত্রে আপনাদের বারান্দায় এসে পড়া সুপারি আপনারা গ্রহণ করতে পারবেন।

  3. আসসালামুআলাইকুম,
    প্রশ্ন: ফরেক্স ট্রেডিং কম্পর্কে কিছু জানতে চাই। এটা হালাল না হারাম, এটা আসলে কি?

  4. কোনো কোম্পানি থেকে কি অন্য কোনো বেক্তির ইমেইল ক্রয় করা জায়েয আছে? যেমন apollo.io। এই কোম্পানি মানুষের ব্যক্তিগত তথ্য যেমন ইমেইল, ফোন নম্বর সংগ্রহ করে সেগুলো বিক্রি করে। এই কোম্পানিটি মুলত linkedin এ যাদের প্রোফাইল আছে তাদের ইমেইল এবং ফোন নম্বর বিক্রি করে। linkedin প্রফাইলে অনেকেই নিজ ইচ্ছায় তাদের ইমেইল এবং ফোন নাম্বার দিয়ে রাখে আবার অনেকেই দেয় না। কিন্তু এই কোম্পানিটি সেগুলো বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে। আমি তাদের কাছ থেকে ইমেইল লিস্ট ক্রয় করতে চাচ্ছি যাতে করে আমি ইমেইলের মাধ্যমে আমার অনলাইন বিজনেসের প্রচার করতে পারি। ইমেইল-প্রাপক চাইলে আমার ইমেইল আনসাবস্ক্রাইব করতে পারবে একটি ক্লিকের মাধ্যমে। ফলপ্রসূতে সে ভবিষ্যতে আমার ইমেইল-বার্তা আর পাবে না। এটি কি আমার জন্য জায়েয হবে?

একটি মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *