আমাদের জাতীয় দৈনিকগুলোতে সপ্তাহে একদিন হলেও ইসলামী বিষয়ের জন্য একটি পাতা বরাদ্দ রাখা হয়। এটি একটি ইতিবাচক ও আশাব্যাঞ্জক দিক। কিন্তু সেখানে ইসলাম বিষয়ে যে যাই লিখবে তাই কোন বাছ বিচার ব্যতিরেকে ছেপে দেয়াটা নিতান্তই আপত্তিকর একটি বিষয়। লেখকের ইসলাম বিষয়ে বিশুদ্ধ একাডেমিক বিদ্যা আছে কিনা- কর্তৃপক্ষ এ ব্যাপারে অনুসন্ধিৎসু মানসিকতা লালন করার গরজবোধ করেন না। সমাজে ধর্মহীনতা এবং ধর্মের নামে কূপমুণ্ডকতার বিষবাষ্প মূলত এভাবেই ছড়ায়। সব ক্ষেত্রে বাকস্বাধিনতা বা চারু স্বাধীনতার উদার নীতি গ্রহণ করার পরিণতি খুব একটা ভালো হয় না। রাইহান-নির্ঝর যুগলের নিবন্ধটি এ জাতীয় একটি অতি বিতর্কিত নিবন্ধ। এতে ইসলামের শাশ্বত পর্দা বিধান সম্পর্কে পাঠকবৃন্দকে ভুল বার্তা দেয়া হয়েছে। এ ভুলের দায় কি পত্রিকা কর্তৃপক্ষ এড়াতে পারবেন?