মা’হাদ প্রতিবেদন
মা’হাদুল বুহুসিল ইসলামিয়া থেকে বিগত ৯ বছরে ইফতা কোর্স সম্পন্নকারী ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হলো ফুযালা সম্মেলন। গত ১৩-০৩-২১ তারিখে মা’হাদ প্রাঙ্গনে দিনব্যাপী এ আয়োজন করা হয়েছিলো।
সকাল নয়টায় কুরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে মজলিসের কার্যক্রম শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে বয়ান পেশ করেন মা’হাদের মুহতারাম নাযেমে তালীমাত মুফতী হাফিজুর রহমান। মা’হাদের মজলিসে শূরার অন্যতম রুকন মাওলানা আহমাদুল্লাহ সাহেব দা. বা.। মজলিসে শূরা প্রধান মুফতী ইবরাহীম হাসান সাহেব দা. বা.। বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য মাওলানা আরিফ হুসাইন। মা’হাদের মুহতারাম মুদীর মুফতী মাহমূদুল আমীন দা. বা.।
বিশেষ মেহমান হিসেবে এ মজলিসে উপস্থিত ছিলেন ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, মাওলানা শরীফ মুহাম্মদ দা. বা.। বিশিষ্ট গবেষক ও মা’হাদের ভাষা সাহিত্য শিক্ষক ড. আব্দুল হান্নান। মা’হাদের কম্পিউটার বিভাগ প্রধান ও উন্নয়ন পরিকল্পক জনাব আনিসুর রহমান।
এবারের সম্মেলনের মূল লক্ষ্য ছিলো- ফুযালায়ে কেরামের ইলমী, আমলী ও ফিকরী তারাক্কী। পাশাপাশি উম্মাহর দীন ও ঈমান হিফাযতে ফুযালায়ে কেরামের করণীয়’র প্রতিও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
ফুযালায়ে কেরামের উদ্দেশে লিখিতরূপে বিশেষ কিছু নসীহত পেশ ও দু‘আর মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।