তাবলীগ জামাআতের শীর্ষ মুরব্বী আলমী শূরার অন্যতম প্রধান হাজী আবদুল ওয়াহাব। লাহোরেরএকটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ ১৮ নভেম্বর (রোববার)সাড়ে ৬ টার দিকে তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪বছর।
হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহ. ১৯২৩ সালের ১ জানুয়ারি দিল্লিতে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তিনি পাকিস্তান চলে যান। তিনি তাবলীগ জামাআতের তৃতীয় প্রধান ছিলেন। তিনি লাহোর ইসলামিয়া কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৪৪ সালে তাবলীগ জামাআতে যোগদান করেন। এ সময় তিনি ব্রিটিশ ভারতের জেলা অফিসার হিসেবে কাজ করতেন। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাবলীগ জামাআতের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মাদ ইলয়াসের সরাসরি সঙ্গী হিসেবে পরিচিত ছিলেন হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহ.।