প্রশ্ন : মৃত মহিলাকে কাফন পরানোর পর খাটিয়ায় রেখে চাদর দিয়ে ঢেকে দেওয়া জায়েয আছে কি না? কিংবা চাদর দিয়ে ঢেকে না দিলে কোনো গুনাহ হবে কি না?
উত্তর : হ্যাঁ! মৃত মহিলাকে কাফনের পর খাটিয়ার উপর রেখে চাদর দিয়ে ঢেকে দেওয়া জায়েয আছে। বরং এক্ষেত্রে চাদর দিয়ে ঢেকে দেওয়া মুস্তাহাব। তবে যদি কোনো কারণে ঢেকে দেওয়া না-ও হয় তাহলে এই মুস্তাহাব পরিত্যাগ করার কারণে গুনাহ হবে না।
– আল-মাউসূ‘আতুল ফিকহিয়্যাহ আল-কুওয়াইতিয়া ৩/২১৫, রদ্দুল মুহতার ৩/১৪২, হাশিয়াতুত ত্বাহত্বাবী আলা মারাকিল ফালাহ; পৃষ্ঠা ৬১০, ফাতাওয়া মাহমূদিয়া ১৩/২৪১, ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ ৫/২৬০।