হুসাইন আহমাদ মাদানী রহ. এর কীর্তিমান দৌহিত্র ও আরশাদ মাদানী দা.বা. এর গর্বধন্য জামাতা মুফতী সালমান মনসূরপুরী দা.বা. ইসলামী অঙ্গনে এক আলোচিত নাম। তাঁর ফিকহ ফতওয়া বিষয়ক অনবদ্য লেটারেচার ইসলামী আইন শাস্ত্রের এক আলোকিত সংযোজন। আজ ৩০.১১.১৮ শুক্রবার হযরতুল আল্লাম মুফতী সালমান মনসুরপুরী দা.বা. মা’হাদে আগমন করে মা’হাদকে কৃতার্থ করেন। মা’হাদে বড়দের আগমন ধারাকে আরো সতেজ ও সমৃদ্ধ করেন। খুব প্রত্যুষে জামিআতুল আবরারে প্রোগ্রাম সম্পন্ন করে বুড়িগঙ্গা তীরস্থ গ্রীন সিটি টু-তে অবস্থিত মা’হাদের নিজস্ব ভূমিতে পা রাখেন। সেখানে সংক্ষিপ্ত দুআর মজলিস করে মা’হাদের বর্তমান শিক্ষাভবনে চলে আসেন। প্রথমে প্রাতকালীন নাস্তা পর্ব সম্পন্ন করে মা’হাদের শিক্ষার্থী ও উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তাঁর স্বরচিত গ্রন্থ ‘ফতওয়া নাবিসী কে রাহনুমা উসূল’ গ্রন্থটি সামনে রেখে ফিকহ ফতওয়ার গুরুত্ব ও ফতওয়া প্রদান রীতি-নীতি বিষয়ে সংক্ষিপ্ত অথচ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
আরো কিছু সম্পর্কিত পোস্ট-
August 8, 2023
0
অনুষ্ঠিত হলো ১৪৪৪-৪৫ হিজরী শিক্ষাবর্ষের প্রথম অভিভাবক সম্মেলন
June 1, 2022
0