অনুষ্ঠিত হলো দ্বিতীয় অভিভাবক সম্মেলন

মাহাদের হিফয ও নূরানী-নাযেরা বিভাগকে কেন্দ্র করে কয়েক মাস অন্তর একটি করে অভিভাবগ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে হিফয ও নূরানী-নাযেরা বিভাগের ছাত্রদের অভিভাবকগণ উপস্থিত হন। সেখানে তারা ছাত্রদের সামগ্রিক লেখা পড়ার মানোন্নয়ন, চরিত্র গঠনসহ নানা বিষয়ে তাদের অনুভূতি ও পরামর্শ উদার ও মুক্ত মনে প্রদান করে থাকেন।

অনুষ্ঠানটি অভিভাবক ও মাহাদ কর্তৃপক্ষের এক মিলনমোহনায় পরিণত হয়। অভিভাবকদের অভিব্যাক্তি ও পরামর্শগুলোকে নোট করে রাখা হয় এবং পরামর্শক্রমে সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়। গত ২৮/০৩/১৭ তারিখে মাহাদের হিফয মিলনায়তনে একটি অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে মাহাদের প্রধান মুফতী ও জামিআ রাহমানয়িার প্রবীণ মুহাদ্দিস মুফতী ইবরাহীম হাসান সাহেব, জামিআ রাহমানিয়ার প্রবীণ মুদাররিস ও মাহাদের শুরা সদস্য পাহাড়পুরী হুযুর রাহ. এর অন্যতম খলীফা মাওলানা আহমাদুল্লাহ সাহেব দা.বা.সহ আরো অনেক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

পোস্টটি লাইক ও শেয়ার করুন।

একটি মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *