প্রশ্ন : নাবালেগের সিজদায়ে তিলাওয়াতের বিধান কী?
উত্তর : নাবালেগের উপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব নয়। তেমনিভাবে অপবিত্র, ঋতুবতী ও প্রসূতি নারীদের উপরও ওয়াজিব নয়। চাই তারা নিজে সিজদার আয়াত তিলাওয়াত করুক বা অন্যের তিলাওয়াত শ্রবণ করুক। তবে যদি কেউ অপবিত্র, ঋতুবতী নারী (যদিও তাদের জন্য এমতাবস্থায় তিলাওয়াত নাজায়েয) কিংবা বুঝমান নাবালেগ শিশু থেকে সিজদার আয়াত শ্রবণ করে তবে তার উপর সিজদা ওয়াজিব হবে। আর যদি কেউ পাগল বা অবুঝ নাবালেগ শিশু থেকে সিজদার আয়াত শ্রবণ করে তবে তার উপর সিজদা ওয়াজিব হবে না।
-আদদুররুল মুখতার ২/১০৭, ফাতাওয়া হিন্দিয়া ১/৮৭, ১৩২, আহসানুল ফাতাওয়া ৪/৬০।