প্রশ্ন : কি কি শর্ত সাপেক্ষে জুমুআর নামায ওয়াজিব হয় জানতে চাই।
উত্তর : নিম্নোক্ত শর্তগুলো পাওয়া গেলে জুমুআর নামায ওয়াজিব হয়।
১. মুক্ত স্বাধীন হওয়া।
২. পুরুষ হওয়া।
৩. স্থানীয় (মুকীম) হওয়া।
৪. সুস্থ সবল হওয়া।
৫. জামাতে অংশগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ওজরগুলো বিদ্যমান না থাকা।
৬. নামায ফরয হওয়ার শর্তগুলো বিদ্যমান থাকা।
– আদদুররুল মুখতার ৩/২৬-২৯।